
শুভাশীষ বর্মন, নামটি হয়তো নিউরন প্লাসের সাথে যুক্ত সকল শিক্ষার্থী ই জেনে গিয়েছে ইতোমধ্যে। একজন স্টুডেন্ট অ্যাম্বাসেডর হয়ে নিজের পড়াশোনার পাশাপাশি অন্যদের পড়াশোনায় হেল্প করার মত মহৎ কাজে নিজের অবসর সময় গুলো কাজে লাগানোর মাধ্যমে সবার প্রিয় নাম হয়ে উঠেছে শুভাশীষ।
মেধাবী, সৎ,নীতিবান ও আত্মসম্মানে বলীয়ান একজন অ্যাম্বাসেডর হিসেবে শুরু থেকেই কাজ করে আসছিল শুভাশীষ।নিউরন প্লাসের কোর্স বা এক্সাম রিলেটেড অসংখ্য সমস্যার সমাধান করেছে সে। আয়োজন করেছিল ফ্রি অ্যাম্বাসেডর এক্সাম প্লান। নিউরন প্লাসের বিভিন্ন ক্যাম্পেইন গুলোর সফলতার পেছনে যে মানুষগুলোর অবদান সবচেয়ে বেশি তাঁদের মধ্যে অন্যতম একজন হলো “শুভাশীষ বর্মন”।
শুভাশীষ কে ইনবক্সে সাহায্যের জন্য নক দিয়ে ,কোন সাহায্য না নিয়ে ফিরেছে এমনটা কখনো হয় নি। নিউরন প্লাসে আমরা যেমন কোয়ালিটি ও আস্থা নিয়ে কাজ করছি, ঠিক সেই কোয়ালিটির পূর্ণতায় ও আস্থা বিনির্মাণে শুভাশীষের অবদান অনস্বীকার্য। নিউরন প্লাসের সকল সম্মানিত Instructor দের সাথে শিক্ষার্থীদের প্রাথমিক মেলবন্ধন ঘটাতে ও দক্ষ ম্যানেজমেন্ট স্কিলের জন্য বেশ সুনাম রয়েছে আমাদের অ্যাম্বাসেডর মহলে।
শুভাশীষ এর উত্তোরোত্ত সফলতা কামনা করছি আমরা নিউরন প্লাস পরিবার থেকে।আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে উপকার করার মাধ্যমে শুভাশীষ ঋণী করে রাখবে বলে আমাদের সকলের দৃঢ় বিশ্বাস।
0 responses on "শুভাশীষ বর্মন | HUMAN OF NEURON PLUS"