পৃথিবীর প্রতিটি মানুষ দিনে ২৪ ঘণ্টা পায়। এই ২৪ ঘণ্টা সময়কে কাজে লাগিয়ে কেউ হয়ে যায় পৃথিবীর অন্যতম সুখী মানুষদের একজন আবার কেউ কেউ এই সময়ের সঠিক ব্যবহার না জানার কারণে ডিপ্রেশনের অতল গহ্বরে হারিয়ে যায়। অর্থপূর্ণ জীবন যাপনের জন্য প্রয়োজন কম অপচয় ও অপব্যায়। সেটা হোক সময় বা সম্পদ। শিক্ষার্থী জীবনে সবচেয়ে বেশি যে দুটো জিনিস থাকে তা হলোঃ সময় ও শক্তি। এই দুটি জিনিসের সঠিক ব্যবহার নিশ্চিত ও অপব্যবহার রোধ করতে পারলেই, বাস্তব জীবনে সুখের প্রাচুর্য আসবে। প্রাচুর্য যেমন সুখের হয় তেমনি সম্পদের ও প্রাচুর্য হয়। যদিও একটি অপরটির উপর নির্ভরশীল না তবুও মনে করা হয় যার অনেক আছে সে সুখী। এরকম আরো কিছু প্যারাডক্স আছে যেগুলো আমাদের প্রকৃত অর্থপূর্ণ জীবন যাপনের রাস্তাকে কোয়াশাচ্ছন্ন করে রাখে। কিছু অভিজ্ঞতা, টেকনিক, নিয়ম, গেবেষণা বা হ্যাকস প্রাচুর্য অর্জনের পথকে সুগম করে। আর এই কোর্সটি সে সকল অভিজ্ঞতা, টেকনিক, নিয়ম, গেবেষণা বা হ্যাকস এর সমন্বয়ে তৈরি করা হয়েছে ও নিয়মিত আপডেট করা হচ্ছে।