নতুন চালু হওয়া গুচ্ছ ভর্তি পরীক্ষায় আমূল পরিবর্তন এসেছে। নতুন এই সিস্টেমে প্রতিটি বিভাগেই যুক্ত হয়েছে বাংলা, ইংরেজি ও আই সি টি। তার মানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা তিন গ্রুপের স্টুডেন্টদের কেই এই তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে। কিন্তু আগ থেকে যথাযথ প্রস্তুতি না থাকার কারণে অনুমান করা যাচ্ছে বেশির ভাগ শিক্ষার্থীরাই কিভাবে ও কোথায় থেকে প্রস্তুতি নিবে তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে। কিন্তু চিন্তার কোন কারণ নেই। নিউরন প্লাসের মেধাবী ও অত্যন্ত অভিজ্ঞ তিনজন ইন্সট্রাক্টর তোমাকে এই ধোঁয়াশাপূর্ণ গন্তব্যে পথ দেখাবে পাঞ্জেরী হিসেবে। প্রস্তুতি হবে তোমার ইস্পাতসম, গুছানো ও কার্যকরী।