• No products in the cart.

 • LOGIN

Login

Complete Medical GK

শুধু মাত্র মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সাধারণ জ্ঞানের কমপ্লিট কোর্স।কোর্সের পড়ানো অংশ থেকে শতভাগ কমন পরবে সেটার নিশ্চয়তা দিয়ে আমি জ্ঞানপাপীদের অন্তর্ভূক্ত হতে চাই না তবে এটা ঠিক সাধারণজ্ঞানের যে নলেজটা তোমার হবে সেটা অাশা করি অনেকের চেয়ে অনেকগুণ বেটার থাকবে!আর ইনশাল্লাহ চেষ্টা তো থাকবেই ম্যাক্সিমাম কমন ফেলানো যেনো যায়!?

মেডিকেল ভর্তি যুদ্ধে ঠিকে থাকার অন্যতম মূল হাতিয়ার সাধারণ জ্ঞান অংশে ভালো করা। যারা সাধারণ জ্ঞান অংশে ভালো করে তাঁরাই ঢাকার মধ্যের মেডিকেল কলেজ গুলোতে চান্স পায়। তোমার ঢাকা মেডিকেল কলেজে পড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে এই কোর্সটি তোমাকে স্টেপ বাই স্টেপ গাইড করবে কি কি পড়তে হবে ও কিভাবে পড়তে হবে।

68 STUDENTS ENROLLED

কারা করতে পারবে এই কোর্সটি?

১) একাদশ-দ্বাদশ শ্রেণী থেকেই যারা মেডিকেল ভর্তি প্রস্তুতি নিয়ে অন্যদের থেকে এগিয়ে থাকতে চায়।

২) যারা এইচ এস সি পরীক্ষা সম্পন্ন করে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি প্রস্তুতি নিচ্ছে।

৩) সেকেন্ড টাইমার স্টুডেন্টদের জন্য।


⏰  কোর্সের মেয়াদ কাল কতদিন?

মূলত কোর লেকচার গুলো 6 মাসের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে।ইনশাল্লাহ। এর পর সাম্প্রতিক ভিডিও লেকচার গুলো আপডেট হতে থাকবে।


ক্লাস গুলো কোথায় করবো?

প্রতিদিন ১/২ টি করে ক্লাস ওয়েবসাইটেই আপলোড করা হচ্ছে।আগামী 6 মাসের মধ্যে সব গুলো ক্লাসই আপলোড করা হয়ে যাবে। কোর্স কারিকুলামে ক্লিক করেই ক্লাস গুলো করতে পারবে।


আমি কি এক্সাম দিতে পারবো?

হ্যাঁ, কোর্সের ভেতরেই নির্দিষ্ট টপিক পর পর  ই এক্সামে অংশ নিয়ে নিজেকে যাচাই করে নেওয়ার সুযোগ থাকবে।


আমি কি সরাসরি ভাইয়ার সাথে কথা বলতে পারি?

হ্যাঁ, অবশ্যই। যারা কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তাঁরা আরও বিস্তারিত তথ্যের জন্য সরাসরি পরামর্শ ও গাইডলাইন নিতে পারো কোর্স ইন্সট্রাক্টর উল্লাস ভাইয়ার কাছে থেকে। মেসেঞ্জারের সিক্রেট গ্রুপে ভাইয়া তোমাদের যুক্ত করে নিবেন। সেখানে তোমার যেকোন সমস্যার কথা ভাইয়াকে বলতে পারবে ও সমাধান নিতে পারবে।


Talk To Instructor

 

0

 

 

Course Curriculum

কোর্স পরিচিতি
বাংলাদেশের নদ-নদী
বাংলাদেশের নদী নিয়ে গুরুত্বপূর্ণ ৩০+ প্রশ্নের সমাধান 00:17:00
৩০ টি প্রশ্নের সমাধান পার্ট ২ 00:16:00
নদ-নদীর উৎপত্তি ও প্রবেশ ( টেকনিক ) 00:23:00
মিলিত স্থান, উপনদী, শাখা নদী মনে রাখার ট্রিকস – ১ 00:24:00
মিলিত স্থান, উপনদী, শাখা নদী মনে রাখার ট্রিকস -২ 00:05:00
নদীর তীরবর্তী গুরুত্বপূর্ণ জেলার অবস্থান 00:40:00
নদীর তীরবর্তী স্থপনা সমূহ 00:13:00
নদী নিয়ে সাহিত্য,বই ও সিনেমা 00:12:00
বাংলাদেশের নদী বন্দর ও অন্যান্য 00:05:00
গুরুত্বপূর্ণ বাঁধ সমূহ 00:09:00
বাংলাদেশের সমুদ্র সৈকত 00:08:00
বাংলাদেশের সমুদ্র বন্দর 00:05:00
৫* প্রশ্ন এনালাইসিস | নদ -নদী 00:15:00
বাংলাদেশের উপজাতি
উপজাতি নিয়ে গুরুত্বপূর্ণ ১৫ টি তথ্য 00:10:00
উপজাতিদের আবাসস্থল ও ধর্ম | পার্ট-১ 00:11:00
উপজাতিদের আবাসস্থল ও ধর্ম | পার্ট – ২ 00:15:00
বাংলাদেশের উপজাতিদের ভাষা,উৎসব ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান 00:14:00
বিশেষ উপজাতি নিয়ে বিশেষ তথ্য 00:05:00
উপজাতি নিয়ে আরও বিশেষকিছু তথ্য 00:05:00
বাংলাদেশের উপজাতি-প্রশ্ন অ্যানালাইসিস 00:14:00
বাংলাদেশের পাহাড়, পর্বত, চর, দ্বীপ ও ঝরনা
বাংলাদেশের পাহাড় 00:09:00
বাংলাদেশের চর 00:15:00
বাংলাদেশের দ্বীপ 00:15:00
বাংলাদেশের লেক ও উপত্যকা 00:06:00
বাংলাদেশের জলপ্রপাত ও ঝর্ণা 00:05:00
বাংলাদেশের বিল ও হাওড় 00:06:00
বাংলাদেশের ভূমি ও অন্যান্য তথ্য 00:14:00
কোয়েশ্চেন এনালাইসিস 00:12:00
পরীক্ষা? 00:03:00
বাংলাদেশের নতুন ও পুরাতন নাম
বিভিন্ন জেলার বর্তমান নাম ও পুরাতন নাম 00:14:00
আরও কিছু গুরুত্বপূর্ণ বর্তমান নাম ও পূর্ব নাম 00:10:00
বর্তমান ও নতুন নাম কোয়েশ্চেন এনালাইসিস 00:08:00
বাংলাদেশের বর্তমান ও পুরাতন নাম পরীক্ষা 00:05:00
বাংলাদেশের ভৌগলিক উপনাম
ভৌগলিক উপনাম পার্ট ১ 00:13:00
ভৌগলিক উপনামপার্ট২ 00:08:00
ভৌগলিক উপনাম কোয়েশ্চেন এনালাইসিস 00:05:00
ভৌগলিক উপনাম কোয়েশ্চেন এনালাইসিস 00:05:00
জাতীয় দিবস
জাতীয় দিবস পার্ট১ 00:13:00
জাতীয় দিবস পার্ট২ 00:08:00
জাতীয় দিবস পার্ট ৩ 00:11:00
জাতীয় দিবস আপডেট 00:03:00
জাতীয় দিবস কোয়েশ্চেন এনালাইসিস 00:04:00
প্রাচীন স্থাপত্য
প্রাচীন মসজিদ 00:10:00
প্রাচীন মন্দির ও দূর্গ 00:05:00
প্রাচীন বিহার ও দীঘি 00:06:00
প্রাচীন স্থাপত্য কোয়েশ্চেন এনালাইসিস 00:15:00
বাংলাদেশের দর্শনীয় স্থান
দর্শনীয় স্থান পার্ট১ 00:07:00
দর্শনীয় স্থান পার্ট২ 00:07:00
দর্শনীয় স্থান পার্ট৩ 00:09:00
দর্শনীয় স্থান পার্ট৪ 00:04:00
দর্শনীয় স্থান কোয়েশ্চেন এনালাইসিস 00:18:00
স্থাপত্য, স্থপতি ও অবস্থান
স্থাপত্য ও স্থপতি পার্ট১ 00:10:00
স্থাপত্য ও স্থপতি পার্ট২ 00:17:00
স্থাপত্য ও স্থপতি কোয়েশ্চেন এনালাইসিস 00:06:00
ভাস্কর, ভাস্কর্য ও অবস্থান
ভাস্কর্য ও ভাস্কর পার্ট১ 00:17:00
ভাস্কর্য ও ভাস্কর পার্ট২ 00:11:00
ভাস্কর্য ও ভাস্কর পার্ট৩ 00:08:00
ভাস্কর্য পার্ট৪ 00:06:00
ভাস্কর ও ভাস্কর্য পার্ট৫ 00:05:00
ভাস্কর ও ভাস্কর্য় কোয়েশ্চেন এনালাইসিস 00:08:00
বাংলাদেশের যাদুঘর ও পার্ক
বাংলাদেশের জাদুঘর পার্ট১ 00:10:00
বাংলাদেশের জাদুঘর পার্ট২ 00:05:00
বাংলাদেশের পার্ক 00:04:00
বাংলাদেশের গণমাধ্যম ও সংশ্লিষ্ট বিষয়াবলী
বাংলাদেশের টেলিভিশন ও টিভি চ্যানেল 00:05:00
বাংলাদেশের বেতার 00:07:00
বঙ্গবন্ধু স্যাটেলাইট 00:07:00
গণমাধ্যম কোয়েশ্চেন এনালাইসিস 00:05:00
বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি
চলচ্চিত্র পার্ট১ 00:09:00
চলচ্চিত্র পার্ট২ 00:05:00
চলচ্চিত্র পার্ট৩ 00:06:00
চলচ্চিত্র পার্ট৪ 00:11:00
চলচ্চিত্র পার্ট৫ 00:04:00
সঙ্গীত পার্ট১ 00:10:00
সঙ্গীত পার্ট২ 00:10:00
সঙ্গীত পার্ট৩ 00:06:00
সঙ্গীত পার্ট৪ 00:10:00
নৃত্য ও চিত্রকর্ম 00:12:00
বাংলাদেশের শিল্পাঙ্গন কোয়েশ্চেনএনালাইসিস 00:12:00
পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা
সড়ক পার্ট১ 00:06:00
সড়ক পার্ট২ 00:05:00
সড়ক পার্ট৩ 00:05:00
সড়ক পার্ট৪ 00:03:00
সড়ক পার্ট৫ 00:08:00
সড়ক পার্ট৬ 00:10:00
সড়ক পার্ট৭ 00:10:00
নৌপথ 00:04:00
আকাশপথ 00:07:00
টেলিযোগাযোগ ব্যবস্থা 00:06:00
ডাকব্যবস্থা 00:06:00
সাবমেরিন 00:11:00
পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা কোয়েশ্চেন এনালাইসিস 00:12:00
বাংলাদেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী
প্রতিরক্ষা ও নিরাপত্তাবাহিনী পার্ট১ 00:16:00
প্রতিরক্ষা ও নিরাপত্তাবাহিনী পার্ট২ 00:06:00
প্রতিরক্ষা ও নিরাপত্তাবাহিনী পার্ট৩ 00:06:00
বিভিন্ন অপারেশন 00:07:00
প্রতিরক্ষা ও নিরাপত্তাবাহিনী কোয়েশ্চেন এনালাইসিস 00:03:00
বাংলাদেশের সম্পদ
বাংলাদেশের সম্পদ পার্ট১ 00:04:00
সম্পদ পার্ট২ 00:14:00
সম্পদ পার্ট৩ 00:12:00
সম্পদ পার্ট৪ 00:09:00
সম্পদ পার্ট৫ 00:08:00

Course Reviews

5

5
11 ratings
 • 5 stars11
 • 4 stars0
 • 3 stars0
 • 2 stars0
 • 1 stars0
 1. 5

  Lockdown er time ke kaje laganor jonno exceptional ekta course . Thanks to Neuron plus for this kind of help in the lockdown.

 2. 5

  এক কথায় জোশ????যারা ক্লাস করতেছে তারা জানে ভাইয়া কতোটা দারুণভাবে ক্লাস নেয়?

 3. 5

  মেডিক্যাল সাধারণ জ্ঞান এর জন্য বেস্ট কোর্স ?
  নিউরন প্লাস এবং উল্লাস ভাইয়া কে ধন্যবাদ দিলেও কৃতজ্ঞতা কম হয়ে যাবে । সাদা এপ্রোন এর স্বপ্নের পথ সহজ করার হাতিয়ার এই কোর্স টি ❤️

 4. 5

  Very effective. The way Ullash vhaiya teaches us GK is awesome and very easy. Every medical dreamers should attend this excellent course. Thank you Neuron plus.

 5. Gk course review

  5

  মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং একটা বিষয়। কেউ হয়তোবা অনেক পরিশ্রম করে চান্স পায় না, আবার অনেকে কম পরিশ্রম করেও চান্স পেয়ে যায়। এই পরীক্ষাটা একজনের জীবনের গতি নির্ধারণ করে দেয়, এটিই ডিসাইড করে কে সাদা এপ্রোন পড়তে পারবে, কে পারবে না। পরীক্ষার ১০০ নাম্বারের প্রতিটি নাম্বার এক একটা হিরের টুকরা।০.২৫ এর জন্যও অনেকে বাদ যায়, কিংবা প্রতিটা নাম্বার ১০০/২০০ জন এগিয়ে দেয়, পিছিয়ে দেয়। সেই পরীক্ষার ১০ নাম্বার নির্ধারিত আছে সাধারণ জ্ঞানের জন্য। এখানেই আসলে মজাটা হয়। সবাই বায়োলজিতে জোর দেয়, এতে ৩০ নাম্বারের মধ্যে প্রায় সবার ২৫+ কাভার হয়ে যায়, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংরেজিও মোটামুটি সবাই ভালো পারে। কিন্তু…….আসল খেলাটা হয় gk নিয়ে। মাত্র ৩/৪ মাস সময়। তখন mp3 এর মতো সাধারণ জ্ঞানের বই দেখলে মাথাটাও অসাধারণভাবে ব্যাথা করে উঠে। অথচ এই ১০ নাম্বারের প্রতিটা আপনার জীবনের জন্য এক একটা খেলার মতো৷ কোচিং সেন্টারে সবাই বায়োলজি বা অন্যান্য সাবজেক্টে জোর দেয়, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বেশী হলে বলে দেয় এটা পড়বা, ওটা পড়বা, ব্যস। এরপর আপনি বাসায় এসে সাধারণ জ্ঞানের বইয়ের দিকে তাকাতে তাকাতে মেডিকেল পরীক্ষা এসে পরে, অথবা বইটা খুলে জ্ঞানের ভান্ডার দেখে আপনি বিমোহিত হয়ে থাকেন অনেকক্ষণ ধরে। পরীক্ষায় ৪/৫ নাম্বার মিস যাওয়াটা অতি স্বাভাবিক ব্যাপার। অনেক স্টুডেন্টদের দেখেছি সাধারণ জ্ঞান না পারাতে মেডিকেলে বাদ যায়, সাধারণ জ্ঞানে ৪/৫ নাম্বার উঠাতেই কষ্ট হয়ে যায়। অথচ অন্যান্য সাবজেক্টে ওদের অনেক পারদর্শীতা।

  এই ভাবনা থেকে মেডিকেল এডমিশনকে আরোও সহজ বানাতে ঢাকা মেডিকেল কলেজের উল্লাস ভাইয়া এক অনন্য আয়োজন করেছেন। সাধারণ জ্ঞানে যাতে ১০ নাম্বারের এক নাম্বারও বাদ না পরে তাই ভাইয়া সুলভ মূল্যে নিউরন প্লাসের থেকে কোর্স চালু করেছেন। এখানে শুধুমাত্র সাধারণ জ্ঞান এর ক্লাস হবে। সাধারণ জ্ঞানে সব বিষয় পড়া লাগে না। অনেক টপিক বাদ দিতে হয়।
  যতটুকু সাধারণ জ্ঞানের জন্য দরকার তার পুরোটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই কোর্সে। সাধারণ জ্ঞান পড়তে হয় সিকুয়েন্স মেইনটেইন করে। একগাদা তথ্য উল্টা পাল্টা পড়লে ভুলে যাওয়াটা একদমই সাধারণ ব্যাপার। পড়তে হবে টেকনিক ওয়াইজ। এর উপর খেয়াল রাখতে হবে যেন সাধারণ জ্ঞান পড়তে গিয়ে অন্য সাবজেক্টগুলোতে সময় কম না পড়ে। একদম সঠিকভাবে উল্লাস ভাইয়া এগুচ্ছেন। আমি নিজেও খুব সুন্দরভাবে কম সময়ে সাধারণ জ্ঞান শিখছি৷ বলে রাখা ভালো, আমি নিজে প্রস্তুত ছিলাম মেডিকেল এক্সামে সাধারণ জ্ঞান বাদ দিতে। এরপর এই কোর্স টা ইনরোল করে ধারণা পাল্টে ফেলি।

  যাইহোক, এবার আসি যেভাবে পড়ানো হয় তা নিয়ে। প্রতিটা টপিক নিয়ে অনেকগুলো ভিডিও ছাড়া হয় নিজস্ব ওয়েবসাইটে। ভিডিওগুলো হয় ৫ মিনিট থেকে ৪০ মিনিট পর্যন্ত লম্বা। আসলে ভাইয়া যেভাবে পড়ায়, ৪০ মিনিটকেও আমার পাচঁ মিনিট মনে হয়।

  পড়ানোর সাথে সাথে আছে একটা মেসেঞ্জার গ্রুপ। আপনি যেকোনো প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারবেন। যেকোনো তথ্য বাদ পরলে সেখান থেকে দেখতে পারবেন। ভাইয়া খুব এক্টিভ থাকে সেখানে।
  রেকর্ডেড ভিডিও কয়েকটা ছাড়া হলে, কিছুদিন পরে ভাইয়া পরীক্ষা নিয়ে থাকেন। আসলে আমার মেসেঞ্জার গ্রুপ টা খুব ভালো লেগেছে।

  এছাড়াও নোট সাবমিট করা বাধ্যতামূলক। যেকোনো পড়া শেষে আপনাকে মেসেঞ্জার গ্রুপে নোট সাবমিট করতে হবে। কোনো পার্টিকুলার বিষয় বাদ গেলে আপনি তা ভাইয়াকে বলতে পারবেন৷ ভাইয়া সব সমস্যার সমাধান করে দেবে।
  এবার আসি এই কোর্সটা কারা কারা করবে তা নিয়ে। হয়তো আপনি ভাবছেন আপনি মেডিকেল পরীক্ষার্থী হলে এই কোর্সটা করবেন। আসলে এটা পুরোপুরি ঠিক না। আপনি এবার এস এস সি পাশ করলে বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়লেও এই কোর্সটি করতে পারবেন। আপনি হয়তো ভাবছেন আপনি মেডিকেলে প্রিপারেশন এর সময় এই কোর্সটি করবেন, নয়তো যা পড়েছেন ভুলে যাবেন। আসলে সবচেয়ে ভুল ধারণার মধ্যে একটা এই ধারণাটা। সাম্প্রতিক তথ্য অবশ্যই থাকে পরীক্ষায়, কিন্তু সেটা সবাই পারে। বেশীরভাগই আসে আগের তথ্য গুলোতে যেগুলোর কোনো চেঞ্জ নেই। যেমন মুক্তিযুদ্ধ। এখন থেকে যদি পড়ে রাখেন, তাহলে ভাইয়া যেভাবে পড়ায়, পরীক্ষার আগে একবার রিভাইস দিলেই হয়ে যাবে। আর আপনি অন্যান্য সাবজেক্টের দিকেও নজর দিতে পারবেন।

  তাহলে কেন সময় নষ্ট করছেন এই ভেবে যে কোর্সটা করবো কিনা কিংবা ভাইয়া কিভাবে পড়ায়? যদি ভাইয়ার পড়ানোর মানের ব্যাপারে কারোও সন্দেহ থাকে তাহলে কোর্সে ইনরোল করেছে এমন কাউকে জিজ্ঞাসা করতে পারেন, যা বলার ওরাই বলবে। আবারও বলছি, খেলা হয় এই ১০ নাম্বার নিয়ে। কেনই আপনি এত বড় সুযোগ পাওয়া সত্ত্বেও হাতছাড়া করবেন আর নিজের শরীরে এপ্রোন পড়ার ইচ্ছাকে পিছিয়ে দেবেন?
  ইতি-
  উল্লাস ভাইয়ার নগন্য এক ছাত্র?

 6. Kew jodi gk kisui na paro tbe kono tension korar kono karon e nai cz ullash vai er moto gk r kew vlo bujhabena ?? sottie ullash vaiyya gk bujhanor jonno best teacher r gk er moto ekta hard subject ullash vaiyyai pare easy subject banaya dite ?? onkk onkk dhonnobad vaiyya gk course er maddhome amderke gk r voy ta dur korar jnno ? Thank you ullash vaiyaa?

  5

  Excellent course ta?

 7. 5

  “সাধারণ জ্ঞান”
  শব্দটা সেই পিচ্চিকাল থেকে ব্রেনে একটা ক্লটের মতো লাগতো আমার কাছে। যখন চতুর্থ শ্রেণী তে উঠি তখন শুনি সাধারণ জ্ঞান এখন আর আমাদের সিলেবাসে নেই (এর আগে এক্সট্রাভাবে এই সাব্জেক্ট টা পড়ানো হতো আমাদের স্কুলে)। আমার জীবনের সেরা আনন্দের মধ্যে একটা ছিলো এই টা!
  তো আলহামদুলিল্লাহ আমি ভালোয় ভালোয় সব ক্লাস পার করি! কিন্তু দুখের বিষয় এই যে এডমিশন যেটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা এখানেই নাকি জিকে নামক দানব টা দাড়িয়ে আছে! আবার স্বপ্ন যখন ঢাকা মেডিকেল তখন তো ভাবলে এমন লাগে এই দানব টার সাথে ঢাল তলোয়ার ও আছে! ?
  যাই হোক এই ভাবনা ভাবতে ভাবতেই আমি Abdur Rouf Ullash ভাইয়ার জিকে কোর্সে ইনরোল করি। আলহামদুলিল্লাহ এখন মনে হয় নাহ এটাকেও পার করা সম্ভব! ভাইয়ার পড়ানোর স্টাইলের কথা বলতে গেলে!!….
  মায়ের হাতে মাখা ভাত টা কেন জানি যেকোনো তরিতরকারিতেই মজ লাগে! ? তেমনি ভাইয়া যেমনে জিকে ধরে ধরে শিখায় মনে হয় টিচার পড়া গিলিয়ে খাওয়াচ্ছে! প্রথমে ভাইয়ার জোস লেকচার শোনা তারপর নোট করার উছিলায় একবার লেখা ও রিভিশনের জন্য পড়া আবার এরপর পরীক্ষার জন্য পড়া!!! এতে পুরা টপিক গলাধঃকরণ ছাড়া উপায় নাই! ???

 8. 5

  Thanks ,,Ullash ,vaiya for offering this awesome course,,,,GK onk voy er jinish chilo ,,kon boi porbo buztam o nah,,,,onk boi kinchilam kaj hoyni,,,but akhon apnar khatatai Sera boi hoye uthche,,,…jai hok,,aita AMR life e kora best course ,,jeta te vaiyar guideline ,and porasuna DUI tai Joss….

 9. GK course review

  5

  Lockdown er somoy k kaje lagiye GK er sompurno prostutir jonno darun 1ti course..course ti te vaiya GK ke osadharonvabe tule dhorecen..course ti te enroll kore ami sotti onek upokrito..

 10. 5

  Excellent, Interesting, Extraordinary

 11. 5

  Quite good.
  Inshallah
  It will be a best course in Neuron Plus.

 Neuron Plus © 2016- 2020

   

Setup Menus in Admin Panel